মৃচ্ছকটিকম্ - ১টি পুনরাধুনিক কাজ
।।
পেখমে বাদাম আছে। চাপ দিও না। রং তোমার
ময়ূরে মাটি ছুঁইয়ে দেবে
তুমি যে কোথায় নেই তোমাকেই চাই
উত্তেজনা দিয়েছে যে ১টানা রোখ
এই আমার মাইফেল। গান
করে যেও
আঙিনা ফাটিয়ে রেখো নূপুরের ধুলো
ময়ূর কেবল নাচে ময়ূরী নাচে না
এ কোন নিয়ম হল বসন্তসেনা
।।
পাঠকের মতামতঃ